Skip to content

শুভেন্দুকে আইনি নোটিস ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার,ক্ষমা না চাইলে "মানহানির" হুঁশিয়ারি!

নিজস্ব সংবাদাতা : এবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে বলে আইনি নোটিস পাঠাচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ঘটনার সূত্রপাত, শনিবার রাতে ক্যানিং থেকে গ্রেফতার হয় কাশ্মীর জঙ্গি জাভেদ মুন্সি। ঘটনা প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করে বিধায়ক শওকত বলেছিলেন, “বাংলায় জঙ্গি ঢোকার দায়ভার কার? সীমান্তরক্ষী বাহিনী কী করছে? দায়ভার তো কেন্দ্রের।” বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, “শওকত মোল্লা জঙ্গিদের লুকিয়ে রাখছিলেন। জাভেদ মুন্সি ধরা পড়ার পর তিনি আতঙ্কিত। কারণ, শওকত মোল্লাও আর একটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা নিরাপদ আশ্রয়ে রেখেছিল? জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে গিয়েছে। আমার বিশ্বাস, আশ্রয় দেওয়ার অভিযোগে শওকত মোল্লাকেও একদিন কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে যাবে। সেইজন্য আতঙ্কিত।” শুভেন্দুর এই মন্তব্যের বিরোধিতা করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বলেন, শুভেন্দুর এই অভিযোগ ভিত্তিহীন ও অবমাননাকর। তাই আইনি নোটিস পাঠাচ্ছেন। সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। না হলে মানহানির মামলা করবেন।

Latest