পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২০২৪ লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য শাসকদলের। ৪২ টি আসনের মধ্যে ২৯ টি এসেছে তৃণমূলের দখলে। কোথাও কোথাও রেকর্ড ভোটে জয় এবং বহু গেরুয়া গড় উদ্ধার করেছে ঘাসফুলের। তৃণমূল কংগ্রেসের এই সাফল্য জন্য জেলায় জেলায় বড়সড় আয়োজন করা হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত উদযাপন তুলে রেখেছেন দলের ঐতিহাসিক ২১ জুলাইয়ের জন্য। ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চে জয়ী প্রার্থীদের সাফল্য তুলে ধরা হবে।প্রতি বছরের ন্যায় এবছরও একটু সে জুলাই অন্তত গুরুত্ব সহকারে পালন করা হবে কলকাতা শহরের ধর্মতলায় ভিক্টোরিয়া হাউস এর সামনে শহীদদের প্রতি শ্রদ্ধায় জ্ঞাপন করা হবে। তার আগে মঙ্গলবার দুপুরে আগামী ২১ জুলাই এর শহীদ সভা সফল করতে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে মেদিনীপুর জেলা পরিষদ হলে প্রস্তুতি সভা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী। এদিনের সভা থেকে আগামী ২১ জুলাই এর তৃনমূলের শহীদ সমাবেশকে সফল করার জন্য দলকে বিভিন্ন নিদের্শ দিয়ে যান সুব্রত বক্সি। এছাড়া বিভিন্ন গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পৌরসভা ও এলাকায় বিভিন্ন একুশে জুলাই মিছিল স্টিক কর্নার করার বার্তাও দলের কর্মীদেরকে । আরো বলেন ২১ জুলাই শহীদ মঞ্চে কাতারে কাতারে মানুষ পৌঁছাবে তার জন্য সমস্ত রকমের প্রস্তুতি নির্দেশ দিয়ে গেলেন নেতা নেতৃত্বে কে।এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা,নেপাল সিং, মন্ত্রী মানস ভূঁইয়া,, শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দিনেন রায়, অজিত মাইতি, নির্মাল্য চক্রবর্তী সহ বিভিন্ন ব্লকের ব্লক নেতৃত্ব উপস্থিত ছিলেন।