কলকাতা, নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার বিকেলে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে রাজ্যের একাধিক ইস্যুতে কথা বলার পাশাপাশি পুলিশে ‘সংস্কারের’ পক্ষেও সওয়াল করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। একাধিক পদক্ষেপের কথা জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে আলু-পেয়াঁজের মূল্যবৃদ্ধির উপর রাশ টানতে বলছিলেন নানা কথাও। সেই সময়েই উঠে আসে নিচুতলার পুলিশের একাংশের গাফিলতির কথা। এমনকি, নিচুতলার সরকারি আধিকারিক ও কর্মীদের একাংশের উপরেও অসন্তুষ্ট পুলিশমন্ত্রী মমতা। করলেন ক্ষোভ প্রকাশ। এমনকি বালি-কয়লা পাচারের অভিযোগের সঙ্গেও কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের নিচুতলার একাংশকে জুড়ে দেন তিনি। একইসঙ্গে রাজ্যের ডিজি রাজীব কুমারকে নির্দেশদেন দ্রুত ‘অ্য়াকশন’ নেওয়ার। মুখ্যমন্ত্রী বলেন, “রাজীব কিছু জিনিসকে দ্রুত দেখতে হবে। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ সাহায্য করছে না। সবাইকে বলছি না, একাংশের কথা বলছি।” আরও বলেন, “রাজনৈতিক নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। ৫ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয়। কিন্তু রাজনৈতিক নেতারা জনগণের টাকা খাওয়ার দশবার ভাবে। কিন্তু, নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী যাঁরা এই সরকারকে ভালবাসে না, পুলিশেরও কিছু লোক টাকা খাচ্ছে।” একইসঙ্গে CID-র প্রসঙ্গে বললেন, “আমি সিআইডি রিসাফেল করব। পুরোটাই। কমপ্লেন পেলে ক্রশ চেক করো। কিন্তু অভিযোগ সত্যি হলে কড়া ব্যবস্থা নাও। আমি কারও কথাই শুনব না।”