নিজস্ব সংবাদদাতা : আরজি কর কাণ্ডের প্রায় মাস ঘুরতে চলেছে। আজও বিচার পায়নি নির্যাতিতার পরিবার। সকলেই দোষীদের উপযুক্ত শাস্তির জন্য পথে নেমেছেন। রাত জেগে চলছে প্রতিবাদ। এরই মাঝে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর একটি পদক্ষেপ ঘিরে চারিদিকে নানা চর্চা। নির্যাতিতার বিচার চেয়ে অভিনব প্রতিবাদী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর ৷ রাজ্য সরকারের দেওয়া বিশেষ চলচ্চিত্র পুরস্কার ফিরিয়ে দিলেন অভিনেত্রী ৷
প্রথম এই খবর সোশাল মিডিয়ায় জানান অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তারপর সোশাল মিডিয়ায় চিঠির বৃত্তান্ত ও মনের কথা তুলে ধরেন সুদীপ্তা ৷ তিনি ক্যাপশনে লেখেন, "আপোষ করিনি। আপোষ করবো না। ভেবেছিলাম সরকারি পুরস্কার আমার যোগ্যতার জন্য দেওয়া হয়েছিল। পরশু রাতে মাননীয় বিধায়ক যখন দাবি জানালেন রাস্তায় নামলে পুরস্কার ফেরত দেওয়ার, সিদ্ধান্ত তখনই নিয়ে নিয়েছিলাম। ইমেল ঠিকানা পেয়ে চিঠিটা পাঠাতে একটু দেরি হল।" এই পোস্টের পর অভিনেত্রী জানান, তিনি ন্যায়বিচার চেয়ে লড়ছেন, লড়বেন ৷এরপর তিনি চিঠিতে লেখেন, "আপনাদের তরফ থেকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা গতকাল রাত পর্যন্ত আমার দেওয়ালে ঝুলছিল ৷ তবে বর্তমান পরিস্থিতিতে সম্মানীয় কাঞ্চন মল্লিক পয়লা সেপ্টেম্বর যে মন্তব্য করেছেন তার জন্য আমি এই পুরস্কার ফিরত দিতে চাইছি ৷ আমি আমার সার্টিফিকেটও ফেরত দিতে চাইছি ৷ পাশাপাশি, 25 হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হয়েছিল, সেটাও কীভাবে ফেরত দেব বা কোন বিভাগে ফেরত দিতে পারব সেটা জানালে ভালো হয় ৷" এদিন সকালেই নাট্যকার চন্দন সেনের দীনবন্দু মিত্র পুরস্কার ফিরিয়ে দেওয়ার খবর সামনে আসে ৷