Skip to content

চন্দ্রকোনা রোড রেলগেটের দীর্ঘ জ্যামে নাকাল জনজীবন, স্থায়ী সমাধানের দাবিতে রেল কর্তৃপক্ষকে ডেপুটেশন!

1 min read

অভিজিৎ সাহা : চন্দ্রকোনা রোড এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের এক মারাত্মক সমস্যায় পরিণত হয়েছে চন্দ্রকোনা রোড রেলগেটের যানজট। ব্যস্ততম এই রাস্তায় দিনের পর দিন দীর্ঘ সময় ধরে রেলগেট বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়ছেন সাধারণ মানুষ। রেলগেট সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক স্কুল ও একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল, যার ফলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকার কারণে স্কুল পড়ুয়ারা নিয়মিতভাবে সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না। অভিভাবকরাও চরম উদ্বেগের মধ্যে থাকছেন। অন্যদিকে, হাসপাতালের সামনে রেলগেট থাকার ফলে মুমূর্ষ রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো কার্যত অসম্ভব হয়ে পড়ছে।

বহু ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে রেলগেটের সামনে আটকে থাকতে হচ্ছে অ্যাম্বুলেন্সকেও, যা রোগীর জীবনের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠছে।এই সমস্যা নিয়ে চন্দ্রকোনা রোডের সাধারণ অধিবাসীরা দীর্ঘদিন ধরেই আদ্রা ডিভিশনের রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন। তবে আজ পর্যন্ত কোনও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ ক্রমশ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এদিন চন্দ্রকোনা রোডের বাসিন্দারা স্টেশন মাস্টারের কাছে একটি ডেপুটেশন জমা দেন।ডেপুটেশনে এলাকাবাসীর স্পষ্ট দাবি, এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে অবিলম্বে রেলগেটের পরিবর্তে একটি রেল ওভারব্রিজ অথবা আন্ডারপাস (সাব-ওয়ে) নির্মাণ করতে হবে। এতে একদিকে যেমন যানজটের সমস্যা মিটবে, তেমনই নিরাপদে চলাচল নিশ্চিত হবে স্কুল পড়ুয়া, রোগী ও সাধারণ মানুষের।

Latest