নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরে ঘণীভূত গভীর নিম্নচাপ তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ে। আবহাওয়া অফিস জানাচ্ছে, ২৪ তারিখ অর্থাৎ বুধবারই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা স্পর্শ করবে ডানা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা উপকূলীয় স্থলভাগে আছড়ে করবে ঘূর্ণিঝড় ডানা। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত।ঘূর্ণিঝড় দানার জেরে বড়সড় প্রভাব পড়তে চলেছে শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন চলাচলে৷ ঘূর্ণিঝড়ের সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে প্রায় বহু লোকাল ট্রেন বাতিল করার ঘোষণা করল । শক্তিশালী ‘ডানা’ ঘূর্ণিঝড়ের বহু লোকাল এক্সপ্রেস মেল ট্রেন এবং বন্দে ভারত ও সুপারফাস্ট ট্রেন বাতিল করা হয়েছে। তারইমধ্যে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার এবং শুক্রবার শিয়ালদা ডিভিশন একটি ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হচ্ছে। সেখানে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। থাকবে মেডিক্যাল টিম। সাগর, হাসনাবাদ, ডায়মন্ড হারবার, কাকদ্বীপের মতো এলাকাগুলিতে বিশেষ নজরদারি টিম মোতায়েন করা হবে।
দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে