Skip to content

প্রতিদিন লেট,নিত্যযাত্রীদের একাংশের অবরোধের জেরে চরম উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে

নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন টাইম টেবিল না মেনে দেরি করে ট্রেন চালানোর প্রতিবাদে অবরোধ। মঙ্গলবার ২৫শে মার্চ নিত্যযাত্রীদের একাংশের অবরোধের জেরে চরম উত্তেজনা ছড়াল বাঁকুড়ার ঝাঁটিপাহাড়ি স্টেশনে। অবরোধকারীদের অভিযোগ, খড়্গপুর-আসানসোলগামী ট্রেন প্রতিদিন নির্ধারিত সময়ের থেকে প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছয়। ঝাঁটিপাহাড়ি স্টেশনে দীর্ঘক্ষণ আটকে থাকে খড়্গপুর-আসানসোল ট্রেনটি।

Latest