Skip to content

বুধবার খড়গপুর টাটা মেটালিক্স বৃক্ষরোপন কর্মসূচিতে সাংসদ জুন মালিয়া!

1 min read

নিজস্ব প্রতিবেদন : বুধবার খড়গপুর টাটা স্টিল (টাটা মেটালিক্স) প্রকল্প পরিদর্শন ও আধিকারিকদের সাথে সিএসআর, অন্যান্য বিষয়ে আলোচনা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া। খড়গপুর টাটা মেটালিক্স কারখানা প্রাঙ্গনে বুধবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার পরিবেশকে সঠিক রাখার জন্য টাটা মেটালিক্স কর্তৃপক্ষ বুধবার বৃক্ষরোপন কর্মসূচি গ্রহণ করে। কারখানার চারিপাশে বিভিন্ন ধরনের চারা গাছ লাগানো হয়। সাংসদ জুন মালিয়া চারা গাছ লাগানোর পর গোটা কারখানা ঘুরে দেখেন। সেই সঙ্গে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কারখানা ক্ষর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। জুন মালিয়া বলেন, বুধবার টাটা মেটালিক্স কারখানা কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এলাকাকে সবুজ করে গড়ে তোলার জন্য টাটা মেটালিক্স কারখানা কর্তৃপক্ষ কারখানার চারপাশে চারা গাছ লাগানোর যে উদ্যোগ গ্রহন করেছে, সেই উদ্যোগ খুব ভালো উদ্যোগ। তিনি কারখানা কর্তৃপক্ষকে এর জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

Latest