Skip to content

শিক্ষাব্রতী যতীন্দ্রনাথ পড়িয়ার জন্ম শতবর্ষে বৃক্ষরোপণ!

নিজস্ব সংবাদদাতা: বছরভর নানা কর্মসূচির মধ্য দিয়ে যতীন্দ্রনাথ পড়িয়া জন্ম শতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে ও অন্যান্যদের সহযোগিতায় উদযাপিত হচ্ছে শিক্ষাব্রতী,সমাজকর্মী প্রয়াত যতীন্দ্রনাথ পড়িয়ার জন্ম শতবর্ষ।এই উপলক্ষ্যে সারা বছরে মেদিনীপুর কুইজ কেন্দ্রের ব্যবস্থাপনায় এই বছরে ১০০ টি চারা গাছ রোপণ করা হবে।

তারই প্রথম পর্যায়ে রবিবার সকালে ৩০টি বড় নিমগাছের চারা মেদিনীপুর শহরের উপকন্ঠে মোহনপুর অ্যানিকেট থেকে জাতীয় সড়কে যাওয়ার মধ্যবর্তী জিনশহর-বালিহাটি রাস্তায় দুই পাশে লাগানো হল কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সুভাষ জানা,সুদীপ কুমার খাঁড়া, নরসিংহ দাস, মণিকাঞ্চন রায়, মৃত্যুঞ্জয় সামন্ত প্রমুখ। কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ায় মেদিনীপুর কুইজ কেন্দ্র কে ধন্যবাদ জানিয়েছেন যতীন্দ্রনাথ পড়িয়ার সুযোগ্য পুত্র মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ড.প্রসূন কুমার পড়িয়া।

Latest