নিজস্ব সংবাদদাতা : আজ,১৫ই নভেম্বর,শনিবার আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার জন্মদিবস।বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে মেদিনীপুর শহরে রাঙ্গামাটি এলাকায় আইটিআই কলেজের বাইরে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন। ভারতের সামাজিক ও রাজনৈতিক পটভূমিকাতে দেশের আদিবাসী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইতিহাস ঘাটলে দেখা যায়, আদিবাসী নেতারা ঔপনিবেশিক শোষণ এবং অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী সংগ্রাম করেছেন। তার মূল উদ্দেশ্য ছিল জমি, সংস্কৃতি এবং মর্যাদা রক্ষা করা। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর গোড়ার দিক পর্যন্ত ব্রিটিশ ঔপনিবেশিক শাসক, স্থানীয় জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে আদিবাসী সম্প্রদায় আন্দোলন করেছেন।

তাঁদের চিরায়ত জীবনযাত্রায় যখনই কোনও আঘাত এসেছে তখনই তাঁরা সরব হয়েছেন।বীরসা মুন্ডার নেতৃত্বে উত্তাল উলগুলান আন্দোলন কিংবা আল্লুরি সীতারামা রাজু, তাঁতিয়া ভিল, বীর গুন্ডাধুর, রানি গাইদিনলিউ, রামজি গোন্ড, শহিদ বীর নারায়ণ সিং, সিধু-কানহু-সহ অন্যান্যদের আন্দোলনের মাধ্যমে এটি প্রমাণিত হয় ভারতের আদিবাসী সমাজের এই বিদ্রোহ ইতস্তত বিক্ষিপ্ত জায়গায় সংগঠিত হয়নি; ঔপনিবেশিক নির্যাতনের বিরুদ্ধে তাঁরা দেশ জুড়ে একটি শক্তিশালী গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাঁদের সেই আন্দোলন শুধুমাত্র আধিবাসীদের রক্ষা করেনি, বরং বলা ভালো দেশের স্বাধীনতা ও সাম্য নিশ্চিত করতে বৃহত্তর আন্দোলনকে শক্তিশালী করে তুলেছিল।

ভগবান বীরসা মুন্ডার জন্ম দিবসে তার প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন বিধায়ক অজিত মাইতি।