Skip to content

দক্ষিণপূর্ব রেল শাখায় বিপত্তি,মেচেদার কাছে লাইনচ্যুত খড়্গপুরগামী মালগাড়ি!

1 min read

নিজস্ব প্রতিবেদন : মেচেদার কাছে লাইনচ্যুত মালগাড়ি। হাওড়া থেকে খড়্গপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই মালগাড়ি। চলন্ত অবস্থাতেই একটি কামরা খুলে বেরিয়ে যায়। এর ফলে মেচেদার কাছে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে শনিবার হাওড়ার একাধিক আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।শুক্রবার রাত প্রায় আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হাওড়া থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল মালগাড়িটি। মেচেদার কাছে নন্দাইগাজন স্টেশনের সামনে মালগাড়ির তৃতীয় বগি আচমকা খুলে যায়। ওই সময়ে মালগাড়িটি যথেষ্ট দ্রুত গতিতে এগোচ্ছিল। ফলে লাইনচ্যুত কামরাটিকে নিয়েই ঘষতে ঘষতে বেশ কিছু দূর যায় মালগাড়িটি। লাইন ক্ষতিগ্রস্ত হয়।

Latest