নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবারই হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—‘রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য জরিমানা হবেই ভারতের। ২৪ ঘণ্টার মধ্যেই চাপাব আরও চড়া শুল্ক।’ সেই হুমকি সত্যি করেই বুধবার হোয়াইট হাউস জানিয়ে দিল ‘জরিমানা’র অঙ্ক। আরও ২৫ শতাংশ শুল্ক চাপছে ভারতের উপর। সেইমতো এগজিকিউটিভ অর্ডারে সই করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার থেকে ট্রাম্পের আগের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ শতাংশ শুল্ক চাপছে ভারতীয় পণ্যে। তার ২৪ ঘণ্টা আগেই ‘জরিমানা’র ঘোষণা। তা অবশ্য কার্যকর হবে ২১ দিন পর, ২৭ আগস্ট থেকে। অর্থাৎ, তখন মোট শুল্কের পরিমাণ হবে দ্বিগুণ, ৫০ শতাংশ। মার্কিন মুলুকে বাণিজ্যের ক্ষেত্রে যা সর্বাধিক। বর্তমানে একমাত্র ব্রাজিলের উপর ৫০ শতাংশ শুল্ক ধার্য করেছেন ট্রাম্প। এদিন ভারতকেও বসালেন একাসনে। যতক্ষণ পর্যন্ত ট্যারিফ জট কাটছে না, ততক্ষণ ভারতের সঙ্গে কোনও বাণিজ্যিক দর কষাকষি হবে না। সাফ জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।