Skip to content

কমলা হ্যারিস কি ভারতীয় নাকি কালো? ট্রাম্প জাতিগত পরিচয় নিয়ে কুরুচিকর মন্তব্য!

 নিজস্ব সংবাদদাতা :  পথের কাঁটা জো বাইডেন আগেই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। শিকাগোতে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টস সম্মেলনে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ও (কমলা হ্যারিস) ভারতীয় বলেই জানতাম। নিজেও বরাবর ভারতীয় ঐতিহ্যের প্রচার করেছেন। কয়েক বছর আগে পর্যন্তও আমি জানতাম না যে ও কৃষ্ণাঙ্গ। যখন ও কৃষ্ণাঙ্গ হয়ে গেল, তখনই ওই বিষয়ে জানলাম। এখন ও কৃষ্ণাঙ্গ হিসাবে পরিচিত হতে চায়। তাই আমি ঠিক জানি না, ও ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ? । তাঁর এই মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়।তাঁর এই মন্তব্যের জেরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। উঠেছে সমালোচনার ঝড়।

বুধবার একটি সাক্ষাৎকার দিতে গিয়েই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেফাঁস মন্তব্য করে বসেন।প্রসঙ্গত, কমলা হ্যারিস মার্কিন মুলুকের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা ভাইস প্রেসিডেন্ট। ভারতের সঙ্গেও তাঁর যোগ রয়েছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত। তৎকালীন মাদ্রাজে তাঁর জন্ম। প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোয় ডেমোক্রাটদের প্রার্থী হতে পারেন কমলা হ্যারিস, এমনটাই শোনা যাচ্ছে।

Latest