Skip to content

টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : টানা কয়েকদিন বৃষ্টিতে ঘাটালের শিলাবতী নদীর ও মনসুকার ঝুমি নদীর বেড়েছে জল। যার ফলে ডুবেছে ঘাটাল পৌরসভার বেশকিছু ওয়ার্ডে এবং মনসুকার গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রাম সহ জলের তলায় ডুবে গেছে রাস্তাঘাট। পুজোর মুখে অস্বস্তিতে পড়েছে ঘাটালবাসী। ঘাটালের বন্যা কবলিত এলাকার মানুষজন জানান ঘাটালে এই জল যন্ত্রণার স্থায়ী সমাধান কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান। ভোট আসলেই শোনা যায় ঘাটাল মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান প্রতিশ্রুতি দেয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ভোট মিটে গেলেই আর তাদের দেখাও যায় না নেতা মন্ত্রীদেরকে। ঘাটালের মাস্টার প্লানের ১৯৮২ সালে সিপিআইএম এর সেচ মন্ত্রী প্রভাত রায়।শিল‍্যানস করেন। তারপর কয়েক দশক কেটে গেলেও কার্যকারী হয়নি ঘাটার মাস্টার প্ল্যান। ভোট আসলেই শোনা যায় বিভিন্ন রাজনৈতিক দলে, ঘাটাল মাস্টার প্ল‍্যন। কবে হবে ঘাটালে মাস্টার প্ল্যান আর এই জল যন্ত্রণা থেকে ঘাটালবাসী স্থায়ীভাবেকবে আর মুক্তি পাবে। সেইদিকে তাকিয়ে রয়েছে ঘাটালের বন্যা কবলিত মানুষ।

Ghatal Flood Situation: টানা বৃষ্টিতে ফুঁসছে শিলাবতী, জলমগ্ন ঘাটালের একাধিক  এলাকা - West Bengal - Aaj Tak Bangla

Latest