নিজস্ব সংবাদদাতা : পুরীতে রথ থেকে নামানোর সময় বলরামের মূর্তি পড়ে বিপত্তি । গুন্ডিচা মন্দিরে রথ থেকে নামানোর সময় পড়ে গেল বলরামের মূর্তি। বলরামের মূর্তি পড়ে অন্তত সাত সেবায়েত। আহত, পুরীর হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ সময় গুন্ডিচা মন্দিরে রীতি মেনে জগন্নাথ, বলভন্দ্র এবং সুভদ্রার ‘পাহান্ডি’ শুরু হয়। এই ‘পাহান্ডি’র মাধ্যমেই মূর্তিগুলিকে রথ থেকে নামিয়ে নিজ নিজ মণ্ডপে প্রতিষ্ঠা করা হয়। বলভদ্রের মূর্তিও সেইমতো মণ্ডপে প্রতিষ্ঠা করার জন্য নিয়ে যাচ্ছিলেন সেবায়েতরা। সেসময় আচমকা সামনের দিকে ঝুঁকে পড়ে মূর্তিটি। সেবায়েতরা নিয়ন্ত্রণ হারান। মূর্তির নিচে চাপা পড়ে আহত হন অন্তত সাত সেবায়েত। সঙ্গে সঙ্গে ছুটে যান বাকি সেবায়েতরা। আহতদের উদ্ধার করে পুরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।