নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১৩ই মে রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর ব্লকের বাসুদেবপুর গ্রামে । জানা গিয়েছে, দাসপুর ব্লকের বাসদেবপুর গ্রামের বাসিন্দা মনোজ রায়ের বাড়ির পাশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের আনন্দ হঠাৎ আতঙ্কে পরিণত হল।বিয়েবাড়িতে আতশবাজি ফাটানোর সময় বাজির ফুলকি এসে পড়ে মনোজ রায়ের বাড়ি চালে। তাতেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে মাটির বাড়ির খড়ের চালে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। পরে দমকল বাহিনীর অত্যন্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।