Skip to content

মধ্যপ্রদেশে দুই ছাত্রীকে যৌন হেনস্থা শিক্ষকের,রয়েছে নাবালিকা ছাত্রীও!

নিজস্ব সংবাদাতা : মধ্যপ্রদেশে দুই ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক কোচিং সেন্টারের শিক্ষক উপর। দুই ছাত্রী সম্পর্কে দুই বোন। তাদের মধ্যে একজন আবার নাবালিকা। অভিযুক্ত শিক্ষকের নাম বীরেন্দ্র ত্রিপাঠী। জানাযায়,অভিযুক্ত শিক্ষক শনিবার সন্ধ্যায় অতিরিক্ত ক্লাসের নাম করে ওই দুই ছাত্রীকে ডেকে পাঠান।এর পরই বীরেন্দ্র ত্রিপাঠী দুই বোনকে একে একে ঘরে ডাকে এবং যৌন হেনস্থা করেন । দুই বোন বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানান। পরিবারের তরফ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নির্যাতিতা দুই বোনকে পাঠানো হয়েছে ডাক্তারি পরীক্ষার জন্য। তাঁদের মধ্যে এক জন নাবালিকাও আছে। ধৃত শিক্ষকের নামে ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Latest