Skip to content

ঘাটাল দাসপুর গান্ধী মিশন ট্রাস্ট -এর উদ্যোগে স্বেচ্ছাসেবক কর্মের জন্য যুব সমাজের নিয়ে দুই দিনের সেমিনার!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরে ঘাটাল দাসপুর গান্ধী মিশন ট্রাস্ট-এর উদ্যোগে ও নাড়াজোল রাজ কলেজ, বিপ্লবী সংবাদ দর্পণ মিডিয়া হাউজ-এর সহযোগিতায় গত ২৮ ও ২৯ এপ্রিল অর্থাৎ সোমবার ও মঙ্গলবার স্বেচ্ছাসেবক কর্মের জন্য যুব সমাজের নিয়ে দুই দিনের সেমিনার শেষ হলো। এই সেমিনার মূল উদেশ্য ছিল স্বেচ্ছাসেবক কাজে তরুণ ও তরুণীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করা ও ভবিষ্যতের কর্মসংস্থানের করা। স্বেচ্ছাসেবক কাজে তরুণ ও তরুণীদের জন্য নতুন অভিজ্ঞতা এবং শিখার সুযোগ তৈরি করে, যা তাদের জীবনকে আরও সমৃদ্ধ করে। প্রথম দিন উপস্থিত ছিলেন গান্ধী মিশন ট্রাস্ট সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই),আদিত্য পট্যনায়ক (এ. সি. এম. , ভুবনেশ্বর), ডঃ প্রেম প্রকাশ শ্রীবাস্তব (এগ্রিকালচার & ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আই. আই. টি. ,খড়্গপুর)ডঃ বাসুদেব মন্ডল ( প্রিন্সিপাল, নাড়াজোল রাজ কলেজ ) ,সুতপা দত্ত। দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানি, রাজশ্রী দেবনাথ (অধ্যাপিকা, নাড়াজোল রাজ কলেজ) , তাপস পোড়েল (অবসরপ্রাপ্ত শিক্ষক, রাজনগর ইউনিয়ন হাই স্কুল), বিপ্লবী সংবাদ দর্পণ মিডিয়া হাউজ-এর সহকর্মীরা, শীতাংশু মানিক,নিখিল জানা (তৃষ্ণা ফুড প্রোডাক্টস, ভীমপুর) প্রমুখ। যুবসমাজই একটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নের মূল চালিকাশক্তি। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ তাই অপরিহার্য। যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ ছাড়া উন্নয়নের চিন্তা বাস্তবতা বিবর্জিত। পশ্চিম মেদিনীপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট মৃদুল শ্রীমানি গল্পের মাধ্যমে তরুণ ও তরুণীদের ভালো ভালো উদাহরণ দেন যাতে ভবিষ্যতের কর্মসংস্থান করা করার জন্য।

তিনি গল্পের মাধ্যমে বলেন তারা যদি একত্রিত হয়ে কাজ করে, তাহলে অনেক বড় সমস্যাও সমাধান করতে পারে। তাদের মধ্যে যদি ভালো ইচ্ছাশক্তি থাকে, তাহলে তারা নিজেরা নিজেদের ভবিষ্যৎ এবং সমাজের উন্নতি করতে পারে।

গান্ধি মিশনের সম্পাদক নারায়ণ ভাই স্বর্গীয় সাংবাদিক ও বিপ্লবী সংবাদ দর্পণ মিডিয়া হাউজ-এর সম্পাদক মঙ্গলা প্রসাদ রায় আদর্শ ও নীতি অনুসরণ করেন।তিনি বলেছেন, যারা তোমায় সাহায্য করেছে, তাঁদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কোনওদিন ঘৃণা করো না। উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও।

Latest