Skip to content

দেশ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে প্রথম দশে স্থান পেয়েছে রাজ্যের দুই। শীর্ষস্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা।

1 min read

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ— দক্ষিণের এই আট জেলায় তাপপ্রবাহের কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের কারণে জারি করা হয়েছে কমলা সতর্কতা। শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েক দিনে তাপমাত্রা কমারও কোনও সম্ভাবনা নেই।

সারা দেশ জুড়ে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে বিচার করলে প্রথম দশে স্থান পেয়েছে রাজ্যের দুই। শীর্ষস্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা। সোমবার কলাইকুন্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস। কলাইকুন্ডা এবং গুজরাতের কান্ডালায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা একই ছিল। সর্বোচ্চ তাপমাত্রায় তার পর রয়েছে অন্ধ্রপ্রদেশের নন্দিয়াল (৪৫ ডিগ্রি), ওড়িশার বারিপদা (৪৪.৮ ডিগ্রি), উত্তরপ্রদেশের প্রয়াগরাজ (৪৪.২ ডিগ্রি), বিহারের শেখপুরা (৪৪ ডিগ্রি), তেলঙ্গানার নিজামবাদ (৪৩.৮ ডিগ্রি), মুম্বইয়ের পানভেল (৪৩.৩ ডিগ্রি)। সর্বোচ্চ তাপমাত্রার তালিকায় নবম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের মালদহ জেলা। সোমবার মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। দশম স্থানে জায়গা পেয়েছে কেরলের পালাক্কড় (৪১.৩ ডিগ্রি)। তবে মে মাসের প্রথম সপ্তাহে পর্যন্ত গরম আর বাড়বে না। বরং আগামী বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহের তীব্রতা কিছুটা কমতে পারে। এমনকি আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকেই বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে।

Latest