Skip to content

রাজ্য স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সফল মেদিনীপুরের দুই ভাইবোন!

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি শিলিগুড়ির দিল্লী পাবলিক স্কুলে অনুষ্ঠিত হলো ২৭ তম রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় সফল হলো মেদিনীপুর শহরের রাঙামাটি এলাকার বাসিন্দা দুই ভাইবোন আয়ূষ সিংহ এবং অয়ন্তিকা সিংহ। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রমের ক্লাস নাইনের ছাত্র ১৫ বছরের আয়ূষ সিংহ ছেলেদের আন্ডার ৪৫ কেজি বিভাগে প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করেছে। অন্যদিকে নির্মল হৃদয় আশ্রমের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বোন ১১ বছরের অয়ন্তিকা মেয়েদের আন্ডার ৪৫ কেজি বিভাগে দ্বিতীয় হয়ে রৌপ্য পদক লাভ করেছে।দুই ভাই বোনের এই সাফল্যের খুশি কোচ সেনসাই দেবশংকর বেরা এবং মেন্টর সেহান রাসবিহারী পাল।পাশাপাশি আয়ূষ ও অয়ন্তিকার সাফল্যে খুব ওদের বাবা,মা,পরিবার পরিজনেরা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। উল্লেখ্য আয়ূষের বাবা সুজয় সিংহ শালবনী ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠের ভোকেশনাল বিভাগের শিক্ষক এবং মা রাখী সিংহ একজন গৃহবধূ।

Latest