Skip to content

নন্দীগ্রামে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত দুই শ্রমিক,গুরুতর অসুস্থ বাড়ির মালিক!

1 min read

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা : রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানার ভেকুটিয়া গ্রামের স্থানীয় কানাই জানার বাড়ির সেপটিক ট্যাঙ্ক সাফাই করতে নেমে বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে মৃত্যু হল দুই শ্রমিকের। মৃত দুই শ্রমিকের নাম মানস গিরি এবং মৃত্যুঞ্জয় জানা। জানা যায়, সেপটিক ট্যাঙ্কের ভিতরে কাজ করার সময় হঠাৎ বিষাক্ত ঝাঁঝালো গ্যাসে উপস্থিত চার জন জ্ঞান হারিয়ে ফেলেন। প্রতিবেশীরা দ্রুত তাঁদের উদ্ধার করে নিয়ে যান নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। নিয়ে গেলে জানা যায় ওই দুই শ্রমিক আর বেঁচে নেই। গুরুতর অসুস্থ ওই বাড়ির মালিক কানাই জানা ও তাঁর বৌমা। তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁর বৌমাকে ছেড়ে দেওয়া হলেও। বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন বাড়ির মালিক কানাই জানা।

Latest