Skip to content

আধার কার্ডের জেরক্স বা ফটোকপি জমা দেওয়ার যুগ এবার কার্যত শেষের পথে!

1 min read
প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা : আধার কার্ডের জেরক্স বা ফটোকপি জমা দেওয়ার যুগ এবার কার্যত শেষের পথে! ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) চালু করল তাদের নতুন ডিজিটাল ভেরিফিকেশন অ্যাপ, যা ইতিমধ্যেই প্লে স্টোরে উপলব্ধ। এই অ্যাপ চালু হওয়ার পর থেকে হোটেল, ইভেন্ট অর্গানাইজার, প্রাইভেট সংস্থা—কাউকেই আর গ্রাহকের আধার কার্ডের ফটোকপি রাখার অনুমতি দেওয়া হবে না। নতুন নিয়ম অনুযায়ী, কোনও সংস্থা যদি আধার যাচাই করতে চায়, তাহলে তাদের আগে UIDAI-এর অধীনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর গ্রাহকের সম্মতিতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে আধার যাচাই করা যাবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়— কোনওভাবেই আধার কার্ডের জেরক্স কপি তারা সংরক্ষণ করতে পারবে না।

Latest