Skip to content

উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান!

বাঁকুড়া নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়ার জেলার বিষ্ণুপুরের জয়পুর ব্লক থেকে উৎকর্শ বাংলার থেকে ট্রেনিং নিয়ে ভিন রাজ্য তথা গোয়া তে কাজের সুযোগ পেলেন প্রায় ৩৭ জন ছাত্র ছাত্রীরা, ঘটা করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন জয়পুর ব্লকের বিডিও সহ বিষ্ণুপুর মহকুমা ও জেলার উৎকর্ষ বাংলার আধিকারিকরা।উৎকর্ষ বাংলা থেকে ভিন রাজ্যে কাজের সুযোগ পেয়ে খুশি অভিভাবকেরা। আজ,শুক্রবার বাঁকুড়ার জেলার বিষ্ণুপুরের জয়পুর ব্লকের জয়পুর ও পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অভাবনীয় উদ্যোগ এই উৎকর্ষ বাংলা থেকে বিনা পয়সায় কারিগরি শিক্ষা নিচ্ছেন বহু ছাত্র-ছাত্রী। যাদের পড়াশুনার ইচ্ছা রয়েছে টাকা নেই, সেই সমস্ত ছাত্র-ছাত্রীর জন্য অভাবনীয় উদ্যোগ নিয়েছে এই উৎকর্ষ বাংলা।ছাত্র-ছাত্রীরা প্রথমে ভাবতেই পারেনি তারা সদ্য উৎকর্ষ বাংলা থেকে ট্রেনিং নিয়ে তারা হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে একেবারে চাকরি পাবেন। আজ অ্যাপোয়েন্টমেন্ট হাতে পেয়ে খুশি সকলে। ভিন রাজ্য তথা সকলের স্বপ্নের দেশ গোয়া সেই গোয়াতে তারা চাকরি পেলেন, আর চাকরি পাওয়ার আনন্দের চোখে মুখে হাসির ছবি ধরা পরল আমাদের ক্যামেরায় ।

Latest