নিজস্ব প্রতিবেদন : নদীর ঠান্ডা জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন সদানন্দ দত্ত। বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহি লালবাঁধে ২০২৪টি ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন তিনি। এর আগেও একই ভাবে জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন তিনি। তাঁকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসে হাজির হয়েছিলেন। করতালি দিয়ে তাঁকে সমর্থন জানানো হয়। আগামী দিনে গিনিস বুক অব রেকর্ডস-এ নাম তুলতে চান তিনি।পুরনো বর্ষের গ্লানি মুছে ফেলে নতুন বছরকে অভিনব কায়দায় স্বাগত জানালেন এক ব্যক্তি। স্থানীয় জলাশয়ে ২০২৪ টি ডুব দিয়ে নতুন বর্ষকে স্বাগত জানালেন তিনি। গোটা অঞ্চলের মানুষ তাঁকে দেখতে হাজির হয়ে যায় সেই জলাশয়ের ধারে।