Skip to content

"মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসব "২০২৩ সূচনা হলো ২রা ডিসেম্বর!



পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসব "২০২৩ সূচনা হলো ২রা ডিসেম্বর। চলবে ১০ই ডিসেম্বর পর্যন্ত। মেদিনীপুর শহরের প্রাণকেন্দ্রে বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে উদ্বোধন হল "মেদিনীপুর বইমেলা ও মৈত্রী উৎসব ২০২৩"(২রা ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর) । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম মঞ্চ ব্যক্তিত্ব হিসেবে আরও অনেক গুণী ব্যক্তির সাথে উপস্থিত ছিলেন । বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর সুশান্ত চক্রবর্তী সহ শিক্ষাজগৎ আলো করে থাকা অনেক মহাবিদ্যালয়ের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাত। উপস্থিত ছিলেন এই বইমেলার প্রাণপুরুষ, মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রদ্ধেয় মুকুল রায় । সাহিত্য জগতের অন্যতম কৃতি কবি শ্রদ্ধেয় আরণ্যক বসু ও রতনতনু ঘাটি ও বাংলা আকাদেমির মাননীয় সচিব মহাশয় উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি ও মেদিনীপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান সৌমেন খান,রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহবিদ্যালয়ের অধ্যক্ষা জয়শ্রী লাহা,মেদিনীপুর কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজটির দায়িত্ব ভার সামলাচ্ছেন সত্য রঞ্জন ঘোষ মহাশয় প্রমুখ। বিপ্লবী সংবাদ দর্পন পক্ষ থেকে মানপ্রত ও মেমেটো দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়।

May be an image of 7 people, temple and text
May be an image of 8 people, temple and text that says "ం 2 মেদিনীপর বই Galaxy A23 5G"

Latest