পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রামনবমী আগামী ৬ই এপ্রিল ২০২৫ রবিবার।শুক্রবার রাতে মেদিনীপুর শহরে ভগবান শ্রী রাম চন্দ্রের মুর্তি সহকারে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় অংশ নেয় শতাধিক হিন্দু যুব বাহিনীর সদস্য সমর্থকরা। এই শোভাযাত্রার শেষ হয় শহরের কেরানিতলায়। সেখানেই আয়োজন করা হয়েছে রামনবমী পুজো। সংসারে যখনই বাড়বাড়ন্ত হয়েছে অধর্মের, পূরণ হয়েছে পাপের ঘড়া, তখনই ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে অবতার রূপে এই ধরাধামে জন্ম নিয়েছেন স্বয়ং পালনকর্তা বিষ্ণু। তেমনই ত্রেতা যুগে অযোধ্যায় সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানী কৌশল্যার পুত্র রূপে, পবিত্র চৈত্র শুক্ল নবমী তিথিতে ভগবান বিষ্ণুর অবতার রূপে শ্রীরামচন্দ্র অধর্মের বিনাশ এবং ধর্ম স্থাপনের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন। তাই চৈত্র শুক্ল নবমী তিথিটি হিন্দুদের কাছে পবিত্র রামনবমী । কেন্দ্র করে শহরে পুলিশ মোতায়েন ছিল বেশ ভালই।
