বাঁকুড়ার জঙ্গলে খাবারের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে দলমা থেকে আসা ৬৯ টি হাতির একটি দল, এতে ঘুম উড়েছে জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দদের, লোকালয়ে ঢুকে হাতির তাণ্ডব রুখতে তাদের কাছে ট্রাকে করে পৌঁছানো হচ্ছে কুমড়ো, আলু, কলাগাছ। হাতির এই তাণ্ডবে ভীত জেলার কৃষকরা। আগত ৬৯ টি হাতির মধ্যে বড়জোড়া রেঞ্জের এলাকায় ৬৭ টি হাতিকে ইলেকট্রিক ফেন্সিং এর মধ্যে রাখা হয়েছে। হাতিগুলিকে নজরদারি তে রাখতে রীতিমত হিমশিম খাচ্ছে বনদপ্তরও, মধ্য সার্কেলের মুখ্য বনপাল জানিয়েছেন প্রতিদিন কুইন্টাল কুইন্টাল খাবার নির্দিষ্ট জায়গায় রাখা হচ্ছে হাতিদের জন্য । সাধারণ মানুষদের হাতিদের কাছে না যাওয়ার অনুরোধ জানান তিনি।