নিজস্ব সংবাদাতা : পাকিস্তান ও বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকাবে, সেই দিন চলে গিয়েছে।' সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। তাঁর কথায়, 'ভারতের দিকে যদি কেউ আঙুল তোলে, সেই আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতা আমাদের আছে। শুধু বাংলাদেশ নয়, যেকোনও দেশ ভারতের একমুঠো মাটি নেওয়ার চিন্তা ভাবনা করে, আমরা তার কব্জি কেটে নেব। ভারতবর্ষের মাটির মূল্য আছে। শুক্রবার ত্বহা বলেন, "চারদিন কেন চারশো বছর সময় দিলেও বাংলাদেশ কলকাতা দখল করতে পারবে না।" তিনি বলেন, "আমরা হাতে চুরি পরে বসে নেই। আগেও বলেছি, ভারতের দিকে যে কেউ লাল চোখ দেখালে তার চোখ উপড়ে নেব। একমুঠো মাটি নিতে এলেও কব্জি কেটে নেব। বাংলাদেশের সেই মানুষদের বলব,বাংলাদেশের মানুষের রুজি রুটির কীভাবে ব্যবস্থা করা যায় সেদিকে লক্ষ্য রাখুন।