Skip to content

নয়া মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে এফবিআইয়ের (FBI) ডিরেক্টরের বেছে নেওয়া হল ভারতীয় কাশ্যপ প্যাটেলকে!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  কে এই কাশ্যপ? বাবা উগান্ডার ও মা তানজানিয়ার হলেও তাঁর জন্ম মার্কিন মুলুকেই। তাঁদের পরিবারের সঙ্গে গুজরাটের যোগসূত্র রয়েছে। কাশের পড়াশোনা নিউইয়র্কে হলেও ফ্লোরিডায় শুরু কর্মজীবন। প্রথমে স্টেট পাবলিক ডিফেন্ডার এবং পরে ফেডেরাল পাবলিক ডিফেন্ডার হিসেবেও কাজ করেছেন।মার্কিন প্রশাসনিক মহলে দীর্ঘদিন ধরেই পরিচিত তিনি। মার্কিন জঙ্গিবিরোধী কমিটির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। হোয়াইট হাউসেও তিনি কাজ করেছেন। এনএসসির সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন তিনি। বরাবরই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। এবার ট্রাম্প ক্ষমতায় প্রত্যাবর্তনের পরই তাঁকে বেছে নিলেন এফবিআই ডিরেক্টর হিসেবে।

"কাশ্যপ 'কাশ' প্যাটেল ৪৪ বছর বয়সী একজন ব্যতিক্রমী আইনজীবী এবং তদন্তকারী যিনি 'আমেরিকা ফার্স্ট' ভিশনকে মূর্ত করেছেন," ট্রাম্প বলেছিলেন। "তিনি তার কর্মজীবনকে দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার সমুন্নত রাখা এবং আমেরিকান জনগণকে রক্ষা করার জন্য উৎসর্গ করেছেন।" ট্রাম্প প্যাটেলের রেকর্ডের প্রশংসা করেছেন, ৬০ টার ও বেশি জুরি বিচারের চেষ্টা করার অভিজ্ঞতা এবং প্রতিরক্ষা বিভাগ এবং জাতীয় নিরাপত্তা পরিষদে তার নেতৃত্বের ভূমিকা তুলে ধরেছেন। কাশ্যপ (FBI)এফবিআই-এ বিশ্বস্ততা, সাহসিকতা এবং সততা ফিরিয়ে আনবে," ট্রাম্প বলেছেন, কাশ্যপ প্যাটেল অপরাধ মোকাবেলা করতে, অপরাধী চক্রকে ধ্বংস করতে এবং মানব ও মাদক পাচারের বিরুদ্ধে লড়াই করতে আগত অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।


Latest