Skip to content

প্রকৃতির রুদ্ররোষ উত্তরাখণ্ডেও!

নিজস্ব প্রতিবেদন:  প্রকৃতির রুদ্ররোষ উত্তরাখণ্ডেও। মেঘভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত দেবভূমি। বুধবার রাতে মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধস একাধিক এলাকায়। শুক্রবার পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ৬ জন। একের পর এক ধস নামছে কেদারনাথ, চামোলি, টিহরীতে।গত কয়েক দিন ধরেই উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। বুধবার থেকে বাড়ে বৃষ্টির পরিমাণ। আচমকাই মেঘভাঙা বৃষ্টির জেরে কেদারনাথে ধস নামে বুধবার। কেদারনাথ যাওয়ার রাস্তায় বেশ কিছু জায়গায় ধস নামার কারণে আটকে পড়েন পুণ্যার্থীরা, খবর স্থানীয় প্রশাসন সূত্রে। ভীমবলির কাছে ট্রেক রুটে ধস নেমে কেদারনাথের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। ওই এলাকায় প্রায় ৪৫০ জনের আটকে থাকার সম্ভাবনা। সোনপ্রয়াগ ও গৌরীকুণ্ডের কাছে কেদারনাথ হাইওয়েও ভেসে গিয়েছে।অন্যদিকে, হরিদ্বারে কয়েক ঘণ্টার বৃষ্টিতে বহু গাড়ি ভেসে গিয়েছে। চামোলিতে এক মহিলা এবং শিশু নিখোঁজ হয়ে গিয়েছে। মন্দাকিনীর জলস্তর বেড়ে চলেছে অনবরত। আলমোড়াতে একটি সেতু জলের তোড়ে ভেসে গিয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। প্রশাসন সূত্রে খবর, বৃষ্টি আর ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পিথোরাগড়-তাওয়াঘাট জাতীয় সড়ক।

Latest