নিজস্ব প্রতিবেদন : শনিবার বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। সেই ঘটনায় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে ভাঙচুর হয়েছে। তিনি আহত হয়েছে। আবার মন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে দুই বাম ছাত্র আহত হয়েছেন। এঁদের একজনের উপর দিয়ে শিক্ষা মন্ত্রীর গাড়ি চলে গেছে। এক ছাত্রের গায়ে শিক্ষামন্ত্রীর কনভয়ে থাকা একটি গাড়ি ধাক্কা দেয় বলেও অভিযোগ। মাথায় আঘাত লাগে তাঁর। রক্তাক্ত ওই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের পাশেই অবস্থিত কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ছাত্রের নাম ইন্দ্রানুজ রায়। ইংরেজির প্রথম বর্ষের ছাত্র তিনি। আপাতত কেপিসিতে তাঁকে ভর্তি করা হলেও এসএসকেএমের সিসিইউ-এ স্থানান্তরিত করা হতে পারে। ইন্দ্রানুজের সহপাঠীদের দাবি, তাঁর মাথার এক পাশ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের অগ্নিগর্ভ পরিস্থিতি। শনিবার তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভার মধ্যেই ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই।
