নিজস্ব সংবাদাতা : বারাণসীর পুরোহিত। নাম অমিত শর্মা। বয়স ৪৫। প্রায় সারাদিনটা কাটতো পুজো আচ্চা মধ্যে দিয়েই। কখনও কখনও বেরিয়ে পড়তেন তীর্থযাত্রায়ও। কিন্তু সেই তিনিই ঘটালেন এক অবাক কান্ড। শেষে হলেন কিনা "আত্মঘাতী"। ভাড়াবাড়ির বন্ধ ঘরে ২৪ ঘণ্টা ধরে তপস্যা করে মনেপ্রাণে ঈশ্বরকে ডেকে দেখা না পাওয়ার হতাশায় নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে "আত্মঘাতী" হন। স্থানীয় সূত্রে জানাযায়,"শনিবার রাতে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করেছিলেন যুবক। ভিতরে শুরু করেছিলেন মা কালীর আরাধনা। তাঁর দেখা পেতে দিনরাত এক করে তপস্যা করেন তিনি। ২৪ ঘণ্টা ধরে শুধু ‘মা কালী, দর্শন দে’ বলে গিয়েছেন। কিন্তু তার পরেও ভগবানের দেখা মেলেনি। মায়ের দেখা না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন যুবক। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। রবিবার নিজের সঙ্গে থাকা ধারালো অস্ত্র গলায় চালিয়ে আত্মহত্যা করেছেন যুবক।" বারাণসীর ACP ঈশান সোনি বলেন, "মা কালীর দেখা পেতে বদ্ধপরিকর ছিলেন যুবক। সেটা না হওয়ায় আত্মহত্যা করেছেন। নিজেই নিজের গলা কেটেছেন। স্থানীয় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর মৃত্যু হয়েছে।" পুলিশ পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে।
২৪ ঘণ্টা ধরে "তপস্যা",ঈশ্বরকে ডেকেও দেখা না পাওয়ায় "হতাশাগ্রস্ত",আত্মহত্যা করলেন বারাণসীর পুরোহিত!
