Skip to content

ঘন কুয়াশার জেরে ট্রাক উলটে ভয়াবহ দুর্ঘটনা কর্নাটকে, অন্ততপক্ষে ১১ জন!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা কর্ণাটকে। সূত্রে খবর, বুধবার ২২ শে জানুয়ারী ভোর সাড়ে ছ'টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় আরাবাইল ঘাট ৬৩ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে, সাভানুর থেকে এল্লাপুরার দিকে যাচ্ছিল ট্রাকটি। তাতে ফলবোঝাই করা ছিল। কয়েকজন বিক্রেতাও ছিলেন। একটি মেলায় যাচ্ছিলেন তাঁরা। চালক নিয়ন্ত্রণ হারাতেই দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ফলবোঝাই একটি ট্রাক। দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্ততপক্ষে ১১ জন।পুলিশ আরও জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় আরাবাইল ঘাট ৬৩ নম্বর জাতীয় সড়কে। ট্রাকটিতে ৩০ জন ছিলেন। অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছিলেন ট্রাক চালক। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় নিয়ন্ত্রণ হারান তিনি। রাস্তার ধারে কোনও গার্ডওয়াল না থাকায়, ট্রাকটি ৫০ মিটার গভীর খাদে উল্টে যায়। 

Latest