Skip to content

ঝাড়গ্রামের কলাবনি এলাকায় হাতির পথ অবরোধে স্তব্ধ যানবাহন!

1 min read

ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : শনিবার সন্ধ্যের মুখে ঝাড়গ্রাম লোধাশুলি রাজ্য সড়কের মাঝে ঝাড়গ্রাম ব্লকের কলাবনি এলাকায় দীর্ঘক্ষন পথ অবরোধ করে রাস্তা ঘিরে রাখে একটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি।যার ফলে লোধাশুলি ঝাড়গ্রাম বাস রাস্তায় সমস্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপক্ষে পড়েন নিত্যযাত্রীরা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতর কে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে বন দফতরের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় স্থানীয় বাসিন্দা দের সহ যোগিতায় রাজ্য সড়ক এর উপর কলাবনি এলাকায় পথ অবরোধ করে রাখা হাতিটিকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। হাতি টি কে রাস্তার উপর থেকে জঙ্গলের দিকে পাঠানোর পর ঝাড়গ্রাম লোধা শুলি রাজ্য সড়কে যানবাহন চলাচল শুরু হয়। তবে যে কোন সময় ফের ওই হাতি টি রাস্তার উপর চলে আসতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। তাই বন দপ্তরের পক্ষ থেকে ঝাড়গ্রাম থেকে লোধাশুলি যাওয়ার রাস্তায় সতর্কভাবে যাতায়াত করার জন্য সকলকে জানানো হয়েছে। তবে যেভাবে রাস্তা ঘিরে পথ অবরোধ করে দীর্ঘক্ষণ একটি দাঁতাল হাতি কলাবনি এলাকায় দাপিয়ে বেড়িয়েছে তার ফলে ওই এলাকায় হাতির হামলার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

0:00
/0:03

Latest