Skip to content

বিদ্যাসাগর শিক্ষক-শিক্ষণ মহাবিদ্যালয়ের ৬ষ্ঠ প্রাক্তনী পুনর্মিলন উৎসব!

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর শহরের অবস্থিত বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের ৬ষ্ঠ প্রাক্তনী পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হলো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এদিন সকালে অনুষ্ঠান শুরুর আগে মহবিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তথা প্রাক্তনীর সম্পাদক অধ্যাপক ড.মনোরঞ্জন ভৌমিক। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন প্রাক্তনীর সভাপতি অধ্যাপক ড.বিশ্বজিৎ সেন, বর্ষীয়ান প্রাক্তনী বনবিহারী কর , প্রাক্তনীর সহ সভাপতি শ্যামল মন্ডল প্রমুখ। এই পর্বে কলেজের প্রয়াত প্রাক্তনী প্রলয় বিশ্বাসের স্মৃতিচারণা ও তাঁর স্মৃতিতে নীরাবতা পালনের মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।এদিনের অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ্ ড.সন্তোষ ঘোড়াই। তিনি তাঁর বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় গঠনে প্রাক্তনীদের ভূমিকা, বর্তমান সময়ে শিক্ষকতা শিক্ষাব্যবস্থা,সমাজব্যবস্থা, বিজ্ঞানের অগ্রগতিকে একসূত্রে বেঁধে মূল্যবান বক্তব্য রাখেন। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ,স্মৃতিচারণ, অভিনয়ের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন প্রাক্তনীরা ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের প্রাক্তনীর পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রাক্তন ও বর্তমান মিলিয়ে প্রায় আড়াইশো শিক্ষার্থী এদিনের অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আগমনী কর মিশ্র, কৌস্তভ বন্দ্যোপাধ্যায় ও সুদীপ কুমার খাঁড়া।

Latest