পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শনিবার মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী ইউনিয়ন ১৮ তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো বিশ্ববিদ্যালয়ের বি সি মুখার্জি হলে। উপস্থিত ছিলেন সারা ভারত বিশ্ববিদ্যালয় শিক্ষাকর্মী কনফেডারেশন সম্পাদক অঞ্জন ঘোষ , ১২ই জুলাই কমিটির জেলা যুগ্ম আহ্বায়ক অশোক ঘোষ, গঙ্গাধর বর্মন রাজ্য কো অডিনেশ কমিটির সদস্য সমর রায় ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক কর্মচারী। এদিনের সম্মলন মঞ্চে শিক্ষাকর্মীদের পরিবারের কৃতি সন্তানদের সম্মাননা প্রদান করা হয়।সম্মেলন থেকে আগামী দুবছরের জন্য ২৫ জনের নতুন কমিটি গঠিত হয়। কমিটিরতে সম্পাদক হিসেবে দিগন্ত ভুঞ্যা সভাপতি হিসেবে সন্টু ওঝা, কোষাধ্যক্ষ হিসেবে শুভাশিস খান নির্বাচিত হয়েছেন।