Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় মহাত্মা গান্ধীর জীবন ও দর্শন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করা নিয়ে আলোচনা কর্মসূচী!

 নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার ১২ই আগস্ট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মহাত্মা গান্ধীর জীবন ও দর্শন সম্পর্কিত বিভিন্ন বিষয়ে পিএইচডি পড়ার সুযোগ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। সভার উদ্যোগ নিয়েছিলেন দর্শন ও জীবন জগৎ(PHILOSOPHY AND THE LIFE WORLD Dept) বিভাগের অধ্যাপক ডঃ তপন কুমার দে এবং রাজনৈতিক বিজ্ঞান (POLITICAL SCIENCE Dept) বিভাগের এক অধ্যাপক ডাঃ ইয়াসিন খান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডঃদীপক কুমার কর,রেজিষ্টার ডঃজয়ন্ত কিশোর নন্দী, অধ্যাপক ডঃ তপন কুমার দে,অধ্যাপক ডাঃ ইয়াসিন খান,দেবনারায়ণ মোদক,গান্ধী মিশন ট্রাস্টের সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই)প্রমুখ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ দীপক কুমার কর বলেন যে, রাজ্যে এই ধরণের এই কর্মসূচিটি প্রথম, যা শিক্ষাগত সংস্কার এবং জ্ঞানের সীমান্তবর্তী ক্ষেত্রগুলিতে আন্তঃবিষয়ক গবেষণার অংশ। এই কর্মসূচির লক্ষ্য হল প্রতিভাবান স্নাতকদের চিহ্নিত করা এবং বহুমুখী পদ্ধতির মাধ্যমে গবেষণা চালিয়ে যাওয়ার জন্য তাদের অনুপ্রাণিত করবে।

Latest