Skip to content

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা দীর্ঘদিন ধরে PF. ESI না পাওয়া দাবিতে বিক্ষোভ ডেপুটেশন!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : দীর্ঘদিন ধরে PF. ESI নিজেদের দাবীতে আন্দোলন করার, জন্য চাকরি খোয়ালেন বিশ্ববিদ্যালয়ের দুই নিরাপত্তা কর্মী। মেদিনীপুরে বিশ্ববিদ্যালয় দীর্ঘ বছর ধরে ২৮০ টাকা করে দিন প্রতি মাইনে পেয়ে আসছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৫৪ জন অস্থায়ী নিরাপত্তা কর্মী। আর মূলত এরি প্রতিবাদে দীর্ঘ বছর ধরে নিরাপত্তা কর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। পাশাপাশি গত সাত মাস ধরে জমা পড়েনি পি.এফ, যদিও পি.এফ এর টাকা নিরাপত্তাকর্মীদের থেকে কেটে নেওয়া হয়েছে পূর্বেই। জমা পড়েনি ই.এস.আই। ৫৪ জনে নিরাপত্তাকর্মীদের কাছে বারেবারে ম্যাসেজ আসছে ওভার ডিউ ক্লিয়ার করবার জন্য। ইতিমধ্যেই তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দরখাস্তও করেছেন । মিলেনি কোনো সদুত্তর। তাদের নেই কোনো নির্দিষ্ট ইউনিফর্ম, বেতনও কার্যতই অনেক কম, পাননা পি.এফ এর সুবিধা, মিলেনা কোন মেডিকেল সুবিধাও। তাই এই সমস্ত বিষয়কে উল্লেখ করে গত ১০ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্মরত ৫৪ জন নিরাপত্তারক্ষী। সেই সময় উপাচার্য্যের প্রতিশ্রুতিতে বিক্ষোভ তুলে নেন তারা। কিন্তু হঠাত্ই শনিবার ২৫ শে জানুয়ারী, কর্মরত বিশ্বজিত বোস এবং স্বপন দাস নামের দুই নিরাপত্তারক্ষীকে কোনো কারণ না দেখিয়েই কাজ থেকে বাতিল করে দেওয়া হয়। আর এরই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের বাইরে অবস্থান বিক্ষোভে বসেছেন মোট ৫৪ জন নিরাপত্তারক্ষীরা।

বিশ্বজিত বোস বলেন আমাদেরকে কাজ থেকে বাতিল করে দেওয়ার পেছনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডাঃ জয়ন্ত কিশোর নন্দীর হাত রয়েছে। কারণ দীর্ঘ ৩ বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। ন্যায়ের দাবীতে আন্দোলন করেছি বলে আমাকে এবং স্বপন দাসকে কোনো কারন না দেখিয়েই বরখাস্ত করা হয়েছে। আমি এখানে ১২ বছরেরও বেশী সময় ধরে কাজ করে আসছি। INTTUC অনুমোদিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় হায়ার সিকিউররিটি ইউনিয়নের পক্ষ থেকে দাবি তোলা হয়, বাদ দেওয়া দুই কর্মীকে সসম্মানে কাজে যোগদান করানো, বেতন পরিকাঠামো সঠিক ভাবে নির্ধারণ করা, PF, ESI সঠিক ভাবে নির্ধারণ করা সপ্তাহে একদিন ছুটি দেওয়া। এই দাবিতে না মানা হলে লাগাতার কর্মবিরতি চলবে বলে জানিয়েছে।পাশাপাশি রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দীর ষড়যন্ত্রের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বিশ্বদ্যালয় কর্তৃপক্ষকে।

Latest