ট্রেনে পরিবেশিত খাবারের পরিচ্ছন্নতা নিয়ে যাত্রী লেখেন, “এটাই কি নতুন ভারত?”
নিজস্ব প্রতিবেদন: আবার বন্দে ভারত এক্সপ্রেসে অব্যবস্থার অভিযোগ উঠল। খাবারে মিলল আরশোলা। বন্দে ভারতের এক্স হ্য়ান্ডেলে অভিযোগ জানালেন যাত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। সিরডি থেকে মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেসে যাচ্ছিলেন রিকি জেসওয়ানি নামক এক যাত্রী। অভিযোগ জানান যে বন্দে ভারত এক্সপ্রেসে পরিবেশন করা খাবারে আরশোলা মিলেছে। ট্রেনে পরিবেশন করা খাবার প্রায় শেষই হয়ে এসেছিল, এমন সময় দেখতে পান যে ডালের মধ্যে আরশোলা ভাসছে। সেই ছবি তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ওই ব্যক্তি। একইসঙ্গে লিখিত অভিযোগ জানান IRCTC-তে । ট্রেনে পরিবেশিত খাবারের পরিচ্ছন্নতা নিয়ে লেখেন, “এটাই কি নতুন ভারত?” রিকি জেসওয়ানির পোস্ট দেখেই IRCTC-এর তরফে বলা হয়, “স্যর, আপনার অসুবিধার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হচ্ছে। পরিষেবা প্রদানকারীকে জরিমানা করা হয়েছে। কোথায় রান্না হচ্ছে, তা পরিদর্শনের জন্য় আধিকারিক পাঠানো হয়েছে।”