Skip to content

ভোটকর্মীদের সুবিধায় চলবে বিশেষ ট্রেন!

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই ভোটগণনা। ভোটকর্মীদের কথা মাথায় রেখে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। শিয়ালদহ দক্ষিণ শাখায় চালানো হবে একটি স্পেশাল ট্রেন। ৮ টায় শুরু হবে গণনা। সেই কথা মাথায় রেখে শিয়ালদহ দক্ষিণ শাখায় একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। জানানো হয়েছে, শিয়ালদহ থেকে ভোর ৪ টে বেজে ৫০ মিনিটে ছাড়বে একটি ট্রেন। যেটি ক্যানিং পৌঁছবে ৬ টা বেজে ৩ মিনিটে। ট্রেনটি প্রতি স্টেশনে দাঁড়াবে। রেলের তরফে খবর, জেলা প্রশাসনের আবেদন মেনেই এই স্পেশাল ট্রেনটি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বাংলার ৪২টি লোকসভা আসনে মোট ভোটগ্রহণ কেন্দ্র ছিল ৮০ হাজার ৫৩০টি। ৩৯৪টি স্ট্রংরুমে রাখা রয়েছে ইভিএম। ভোটগণনা কেন্দ্র ৫৫টি। কাউন্টিং হলের সংখ্যা ৪১৮। পোস্টাল ব্যালট ও ইটিবিপি গণনা হবে ৮৬টি কাউন্টিং হলে। মোট ৪ হাজার ৯৪৪ টি কাউন্টিং টেবিলে হবে গণনা। ওই টেবিলগুলিতে একজন করে সুপারভাইজার, কাউন্টিং ও মাইক্রো অবজার্ভার থাকবেন। 

Latest