Skip to content

কবিতা দিবসে মেদিনীপুরের তরুণ কবিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো 'কবিতার জন্য হাঁটুন' শীর্ষক পদযাত্রা!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : প্রতি বছরের মতো এবারও মেদিনীপুরে উদযাপন হলো বিশ্ব কবিতা দিবস। আয়োজনে ছিলেন 'মেদিনীপুরের তরুণ কবিরা'।এঁদের কাছে 'তরুণ' মানে বয়সে নয়, মননে।‌ ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস। দিনটিকে বিশেষ ভাবে পালন করল কবিদের সংগঠন।‌ রঙিন পতাকা ও কবিতার লাইনের প্ল্যাকার্ড নিয়ে হয় পদযাত্রা। আয়োজন ছিল কবিতা পাঠ ও আবৃত্তির।মেদিনীপুর শহরের পঞ্চুরচকের রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে পদযাত্রা শুরু হয়। সমাপ্ত হয় বিদ্যাসাগর হলের নজরুল মূর্তির পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে। এদিন মাইকেল মধুসূদন দত্ত সহ অন্যান্য বরেণ্যদের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। পদযাত্রায় অংশ নিয়েছিলেন কবি, কবিতাপ্রেমী সহ বিভিন্ন স্তরের মানুষ।উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,সংস্কৃতি প্রেমী তাপস সিনহা,কবি অচিন্ত্য নন্দী, অভিনন্দন মুখোপাধ্যায়, সিদ্ধার্থ সাঁতরা, অজন্তা রায়, মঙ্গল হাজরা, আমির হামজা, সজল মহাপাত্র, শায়েরী চক্রবর্তী, নিসর্গ নির্যাস মাহাতো, আগমনী কর মিশ্র প্রমুখ।উল্লেখ্য ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী ১৯৯৯ সাল থেকে ২১ মার্চ দিনটি সারা বিশ্বে কবিতা দিবস হিসেবে পালিত হয়।

Latest