নিজস্ব সংবাদদাতা : লোয়াদা কাঁসাই নদীর সদরঘাটে জলের স্তর বাড়ছে, যার ফলে কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভবনা রয়েছে। এটি ঘাটাল মহকুমার একটি অংশ, যেখানে বর্ষার কারণে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।বেশ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে ঘাটাল মহকুমার বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। এর ফলে, শিলাবতী নদীর জল উপচে ঘাটাল পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে জল ঢুকেছে। রাস্তাঘাট জলমগ্ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের নৌকা বা ডিঙি করে যাতায়াত করতে হচ্ছে। এর পাশাপাশি নিম্ন চাপের কারণে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে একাধিক ড্যাম থেকে জল ছাড়া হয়েছে।অতিবর্ষণ ও ব্যারেজের ছাড়া জলে পাঁশকুড়ার কংসাবতী নদী ফুলে ফেঁপে উঠেছে।