Skip to content

সকাল থেকে চলছে ৬টি কেন্দ্রে উপনির্বাচন!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  বুধবার সকাল ৭ টা থেকে মেদিনীপুর বিধানসভা সহ রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ছ’টি বিধানসভা আসনে মোট ১৫৮৩টি ভোটগ্রহণ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। অশান্ত উত্তর ২৪ পরগনার নৈহাটি এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্র ৷.হাড়োয়া বিধানসভার সদরপুর হাইস্কুলের ২০০ নম্বর বুথে জানালার পাশে ইভিএম মেশিন বসাচ্ছিলেন তৃণমূলকর্মীরা। সেই সময় বিজেপি গিয়ে বাধা দেয়। পাশাপাশি জানালা থেকে পুরো ইভিএমের ভিডিয়ো করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। এমনটা জানতে পেরে বিজেপি প্রার্থী বিমল দাস সেখানে গিয়ে বাধা দেয়। শুরু হয় দু'পক্ষের মধ্যে তুমুল বচসা।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। হাড়োয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক হাজি নুরুল ইসলাম লোকসভা নির্বাচনে জেতার কয়েক মাস বাদে প্রয়াত হন ৷ তাই এই কেন্দ্রে এই উপনির্বাচন ৷ হাড়োয়ার জন্য বরাদ্দ হয়েছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ হাড়োয়া বিধানসভার মোট ভোটার ২ লক্ষ ৬৯ হাজার ১০৩ জন । তার মধ্যে মহিলা ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৩৯৩ জন । পুরুষ ভোটার ১ লক্ষ ৩৮ হাজার ৭০৫ জন ।

সবচেয়ে বেশি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে মেদিনীপুর আসনে। মেদিনীপুরে ভোটারের সংখ্যা ২,৯১,৭১৫ জন। সেখানে ২৫টি সেক্টরের ৩০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ। মহিলা পরিচালিত বুথ ২টি। ছয় কেন্দ্রে মোট ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বিভিন্ন বুথে মোতায়েন ১০২ কোম্পানি বাহিনী। স্ট্রংরুম পাহারায় ৬ কোম্পানি বাহিনী। মেদিনীপুরে ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এছাড়াও সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রগুলি রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়।

Latest