নিজস্ব সংবাদদাতা : শনিবার বর্ধমানের সপ্তগ্রামের নির্বাচনী সভা থেকে একথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী।ওই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বাবারে আমাকে আর রাজভবনে ডাকলে যাচ্ছি না, রাজভবনের দরকার হলে রাস্তায় বসে কথা বলে আসব!" আরেকটা ভিডিও পেলাম। পেন ড্রাইভে। আরও কীর্তি কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তি। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবা রে! আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন। রাস্তায় গিয়ে দেখা করে আসব।এরপরই বোসের নাম উল্লেখ না করে মমতা বলেন, "আপনার পাশে বসাও পাপ!"এবার মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে মুখ খুললেন। বার্তা দিলেন, এমন রাজ্যপালের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত!