Skip to content

কন্ট্রোল রুমের স্ক্রিনে সতর্কতা মুখ্যমন্ত্রীর!

নিজস্ব সংবাদাতা: ঘূর্ণিঝড় ডানার  গতিবিধির উপর নজর রাখতে নবান্নের কন্ট্রোল রুমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা থেকেই কন্ট্রোল রুমে নজর ছিল তাঁর। জায়ান্ট স্ক্রিনে নজর রাখছেন ঘূর্ণিঝড়ের সাম্প্রতিক অবস্থানের উপর।মুখ্যমন্ত্রী জানান, ২ লাখ ১১ হাজার ২৩৪ জনকে বর্তমানে নিরাপদ স্থানে সরানো হয়েছে। মোট ১২২৭টি রিলিফ ক্যাম্প করা হয়েছে। ঝড়ের প্রকোপ শেষ হলেও সঙ্গে সঙ্গে উপকূলবর্তী এলাকার মানুষকে বাড়ি না ফেরার জন্য অনুরোধ জানান তিনি। বিপদ না কাটা পর্যন্ত রিলিফ ক্যাম্পে সবরকম ব্যবস্থা থাকছে বলে জানান তিনি।

Latest