Skip to content

৩০তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসলো!

নিজস্ব সংবাদদাতা : বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল ৩০তম কলকাতা ফিল্মোৎসবের। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে হাজির হন অভিনেতা তথা সাংসদ শত্রুঘ্ন সিংহা, সৌরভ গাঙ্গুলী,মাধবী মুখোপাধ্যায়, দীপঙ্কর দে, দুলাল লাহিড়ী,সব্যসাচী চক্রবর্তী,সাবিত্রী চট্টোপাধ্যায়,রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে,চিরঞ্জিৎ চক্রবর্তী,সৃজিত মুখার্জি, শতাব্দী রায়, পাওলি দাম, দেবলীনা কুমার, সৌমিতৃষা কুণ্ডু-সহ আরও অনেকে।শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়দের পাশে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে KIFF-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পাশে ছিলেন তারকা সাংসদ দেব। আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং সাংসদ-অভিনেত্রী জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর লেখা গানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হল।সাংসদ-অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা জানান তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সংবর্ধনা জানানো হয় সাবিত্রী চট্টোপাধ্যায়,রঞ্জিৎ মল্লিক, দীপঙ্কর দে, চিরঞ্জিৎ, সব্যসাচী চক্রবর্তীকে। ‘থালি গার্ল’-এর ভূমিকায় ছিলেন তৃণা সাহা। এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে ১৪টি ছবি মনোনীত হয়েছে। মোট ১৭৫টি ছবি প্রদর্শিত করা হবে।এর মধ্যে রয়েছে ফ্রান্স, বুলগেরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ছবি। চলতি বছরের উদ্বোধনী ছবি 'গল্প হলেও সত্যি'। প্রয়াত পরিচালক তপন সিনহাকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে যিশু সেনগুপ্ত এবং সাংসদ-অভিনেত্রী জুন মালিয়া

Latest