Skip to content

আগামী সোমবার শালবনি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী,শিলান্যাস করবেন ১৬ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎ কেন্দ্র!

নিজস্ব সংবাদদাতা : সূত্রের খবর, ২১ এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছে সেখানকার সার্কিট হাউসে রাত কাটাবেন মুখ্যমন্ত্রী। তারপর ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবার যোগ দেবেন দমকল–সহ বিভিন্ন সরকারি প্রকল্পের একটি উদ্বোধনী অনুষ্ঠানে। এই বছর আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল। তিনি জানিয়েছিলেন, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৮০০ মেগা ওয়াটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে তারা। এই মর্মে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাদের শিল্পগোষ্ঠী। উল্লেখ্য, কদিন আগেই কলকাতায় হয়ে যায় বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন। সেখান থেকেই মুখ্যমন্ত্রী জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন। এই গোষ্ঠী পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৮০০ মেগা ওয়াটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে। আর সেই তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয় সরকারের পক্ষ থেকে। সেই কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার।

Latest