Skip to content

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় সিবিআই!

নিজস্ব সংবাদদাতা : দেড় বছর আগে সল্টলেকে বিকাশ ভবনের ওয়্যার হাউসে তদন্ত করতে গিয়েছিল সিবিআই। ২০২২-এ ওয়্যার হাউসটি সিল করে দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের সেই ওয়্যার হাউসে হানা দিয়েছে সিবিআই। জানা গিয়েছে, টানা তিন দিন সেখানে যাচ্ছেন সিবিআই আধিকরিকরা। সেখানে গিয়ে নথি খতিয়ে দেখছেন বলে খবর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ওয়্যার হাউস থেকে নতুন তথ্য মিলতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারীরা।বিকাশ ভবনের পিছনের বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ওয়্যার হাউসে সিবিআই আধিকারিকরা এদিন যান। এর আগে বুধ এবং বৃহস্পতিবার ওয়্যার হাউসের ভিতরে যে সমস্ত নথি আছে তা খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। আজ পুনরায় বিকাশ ভবনের ওয়্যার হাউসের নথি খতিয়ে দেখার জন্য এসে পৌঁছান তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, বুধবার প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে নথি খতিয়ে দেখেছেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার প্রায় ৫ ঘণ্টার মতো নথি খতিয়ে দেখেন সিবিআই। সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় ওয়্যার হাউসের গেট সিল করে যান সিবিআই আধিকারিকরা।আবার শুক্রবার পুনরায় সেই সিল খুলে ভেতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। ২০২২ সালের ডিসেম্বর মাসে বিকাশ ভবনের এই ওয়্যার হাউসে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। 

Latest