নিজস্ব সংবাদদাতা : অগ্রহায়ণের শেষ লগ্নেই কলকাতা-সহ গোটা বাংলায় শীতের দাপটে সাময়িক ছেদ। কয়েকদিন একটানা স্বাভাবিকের নীচে তাপমাত্রা থাকার পর ফের খানিকটা ঊর্ধ্বমুখী পারদ। আবহাওয়াবিদদের মতে, এই ওঠানামার নেপথ্যে রয়েছে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাব। আগামী কয়েকদিন জুড়েই এমন খামখেয়ালি শীত চলবে বলে পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে রয়েছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। এরই মধ্যে আগামী ১৭ ডিসেম্বর নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্ব আরব সাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকাতেও একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। সব মিলিয়ে আবহাওয়ার চরিত্রে অনিশ্চয়তা।

কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী পাঁচ থেকে সাত দিন শহরের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে বলে অনুমান। সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা কমবে। পশ্চিমের জেলাগুলিতে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে তা থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রির ঘরে। পশ্চিম ও উপকূল সংলগ্ন এলাকাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। দার্জিলিং জেলা ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পার্বত্য অঞ্চল ও উপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১৩ ডিগ্রির ঘরে। মালদহ ও সংলগ্ন উত্তরবঙ্গের নীচের জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় দৃশ্যমানতা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।