Skip to content

নটআউট-৯৯, চির নিদ্রার দেশে পাড়ি দিল বাংলার উদীয়মান তরুণ ক্রিকেটার আসিফ হোসেন!

নিজস্ব সংবাদাতা: আসিফ হোসেন বয়স মাত্র ২৮ বছর। গত বছর বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টে নজর কেড়েছিলেন। খেলছিলেন অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্সের হয়ে একটি ম্যাচে ৫৭ বলে ৯৯ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। সোমবার আচমকাই প্রয়াত হলেন সেই তরুণ ক্রিকেটার আসিফ। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান লেফ্ট হ্যান্ড ব্যাটসম্যান আসিফ। আর তাতেই সব শেষ। নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। ভর্তিও করা হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাংলা হারাল আক্রমনাত্মক এক উদীয় মান ব্যাটসম্যানকে। বাংলার হয়ে বিভিন্ন বয়স ভিত্তিক গেমে খেলা হলেও। সিনিয়র দলে যোগ দেওয়া হয়নি। হয়ত এবারেই যোগ দিতে পারতেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে ময়দান জুড়ে নেমেছে শোকের ছায়া।

জানা গিয়েছে, বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন আসিফ। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, পড়ে গিয়ে মাথায় চোট পাওয়ার পর হাসপাতালে নিয়ে আসতে নাকি একটু দেরিই হয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল। ময়দানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন তরুণ ক্রিকেটারের আচমকা এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়া মেনে নিতে পারছে না কেউই। তাঁর সতীর্থরা হতবাক।  

Latest